আগামী নির্বাচিত সরকারের মন্ত্রীদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘অতিআগ্রহ’র বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই প্রস্তাব প্রথম দফায় অর্থ মন্ত্রণালয় নাকচ করেছিল। এক দফা নাকচ হওয়া সত্ত্বেও আবারও গাড়ি কেনার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। টিআইবি এই সিদ্ধান্তকে ‘অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে এর পেছনের কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছে। নিয়ম অনুযায়ী একেকজন মন্ত্রী সরকারিভাবে একটি গাড়ি ব্যবহারের সুবিধা পান। বর্তমান উপদেষ্টারাও সেই সুবিধা ভোগ করছেন। বর্তমানে উপদেষ্টারা যেভাবে সরকারিভাবে গাড়ি ব্যবহার করছেন, ভবিষ্যৎ মন্ত্রীরাও সেই একই সুবিধা ভোগ করতে পারবেন। তাহলে নতুনভাবে অতিবিলাসী গাড়ি কেনার যৌক্তিকতা কোথায়? আগামী সরকারের মন্ত্রীরা কোন ধরনের গাড়ি ব্যবহার করবেন, সেই সিদ্ধান্ত এখন কেন নিতে হবে? এটা অন্তর্বর্তী সরকারের কাজ হতে পারে কিনা সেই প্রশ্নও রয়েছে। আর বিলাসবহুল গাড়ি কেনার...