আন্তর্জাতিক রাজনীতিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ইরানের পরিচিতি আছে। কিন্তু সাম্প্রতিক জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন-সংক্রান্ত প্রস্তাবে ইরান ভোটদানে বিরত ছিল।এ ঘটনায় কূটনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে—কেন ইরান চূড়ান্তভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াল না? জাতিসংঘের সাধারণ পরিষদে গত ১২ সেপ্টেম্বর ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ প্রদানের প্রস্তাবটি উত্থাপন করে সৌদি আরব ও ফ্রান্স। এই খসড়া প্রস্তাবটি ‘নিউইয়র্ক ঘোষণা’ নামে পরিচিত। এতে ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দ্বি-রাষ্ট্র সমাধানের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থন জানানো হয়। প্রস্তাবটির পক্ষে ১৪২ ভোট পড়ে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আর্জেন্টিনা, হাঙ্গেরিসহ ১০টি দেশ এর বিরোধিতা করে। ইরান, ইরাক, আফগানিস্তান, তিউনিসিয়া, ভেনেজুয়েলা, বলিভিয়া, ভুটান, ইরিত্রিয়াসহ ১২টি দেশ ভোটাভুটিতে অনুপস্থিত ছিল। প্রস্তাব গ্রহণের সময় যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, বেলজিয়াম ও অস্ট্রেলিয়ার মতো দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়।‘নিউইয়র্ক ঘোষণা’র সাত পাতার এই...