দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস। তার অভিনীত বহুল আলোচিত তেলেগু সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে ছিলেন—অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল সিনেমাটি। নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। কিন্তু ‘কল্কি টু’ সিনেমা থেকে দীপিকাকে বাদ দেওয়ার কথা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বিজয়ান্তী মুভিজ।আরো পড়ুন:অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’? বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিজয়ান্তী মুভিজ মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছে। তাতে বলা হয়েছে, “এটি অফিশিয়ালভাবে ঘোষণা করা হচ্ছে যে, দীপিকা পাড়ুকোন ‘কল্কি’ সিনেমার সিক্যুয়েলের অংশ হবেন না। গভীর চিন্তাভাবনার পর, আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” নির্মাতারা অফিশিয়াল বিবৃতিতে বলেন, “সিনেমাটির প্রথম পার্ট নির্মাণের দীর্ঘ...