নিজস্ব প্রতিবেদক: নাটকীয়ভাবে মোড় নিচ্ছে দেশের রাজনীতি, যেখানে জুলাইয়ের অভ্যুত্থানে একসঙ্গে কাজ করা দলগুলোর মধ্যে বিভেদ দেখা যাচ্ছে। ফ্যাসিবাদের অবসান হলেও, নির্বাচন ইস্যুতে বিএনপি, জামায়াত এবং এনসিপি'র মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী সোমবার যুগপৎ আন্দোলনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে। এই কর্মসূচিতে খিলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খিলাফত মজলিস এবং নেজামে ইসলামী পার্টির একাংশ জামায়াতের পাশে থাকছে এবং ১৮ সেপ্টেম্বর থেকে তারা আন্দোলনে নামবে। অপরদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ ও এবি পার্টি, যারা একসময় জামায়াতের সঙ্গে জোটবদ্ধ ছিল, তারা এবার যৌথ আন্দোলন থেকে সরে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি আপাতত কৌশলী অবস্থান নিয়েছে এবং ভোটের সময় ঘনিয়ে এলে তাদের অবস্থানে পরিবর্তন আসতে পারে। এনসিপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন...