ফাহমিদুর রহমান ফাহিম, রাবি ||রাইজিংবিডি.কম রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ নূর উদ্দিন আবীর। বর্তমানে তিনি রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্বে আছেন। লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী রাইজিংবিডি ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের বর্তমান সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার্থীদের প্রতি তার অঙ্গীকার নিয়ে কথা বলেছেন। রাইজিংবিডি:রাকসুতে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত কেন নিলেন?আরো পড়ুন:উৎসবমুখর পরিবেশে চলছে রাকসু নির্বাচনের প্রচাররাকসু নির্বাচন নিয়ে ৭ দাবি ছাত্রশিবিরের আবীর:আমি রাজনীতির সঙ্গে অনেক আগে থেকেই যুক্ত। ছাত্রদের কল্যাণে কাজ করে আসছি সেই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই। আমি ছাত্রদের কল্যাণে কাজ করতে চাই। তাদের অধিকার আদায়ে, তাদের কন্ঠস্বর হয়ে কাজ করতে চাই। তাই এ সিদ্ধান্ত নেওয়া। রাইজিংবিডি:চাউর হয়েছিল আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তারপরও সবার আগে দেওয়া প্যানেলে...