নিজস্ব প্রতিবেদক: জীবনের ১৫টি বছর নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে কাটিয়েছেন মো. ইলিয়াস হোসেন। রাস্তার পাশে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন মানুষদের আশ্রয় দেওয়া, বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছানো কিংবা মুমূর্ষু রোগীর জন্য রক্ত জোগাড়—মানবিকতার যেকোনো ডাকে সাড়া দিয়েছেন নিরলসভাবে। খুলনা ব্লাড ব্যাংকের এই স্বেচ্ছাসেবক নিজেই ৪০ বার রক্ত দিয়েছেন। দেশের যেখানেই দুর্যোগ, সেখানেই হাজির হয়েছেন ইলিয়াস—সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম থেকে শুরু করে ফেনী ও নোয়াখালীতেও। ঝড়-বৃষ্টি বা গভীর রাত কোনো প্রতিকূলতাই তাকে থামাতে পারেনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজ সেই মানবতার ফেরিওয়ালা নিজেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ইলিয়াসের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১২–১৩ লাখ টাকা। পরিবারটি এখন অর্থ সংকটে চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছে। ইলিয়াসের আকুতি:“আমি সর্বোচ্চটা দিয়ে কাজ করেছি। যদি বেঁচে ফিরতে পারি, আরও অনেক মানুষের পাশে দাঁড়াতে চাই। মানুষ নিশ্চয়...