নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক মাসুম কামালের একটি ফেসবুক পোস্ট সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তার পোস্টে তিনি গ্রেপ্তারের গুজব এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। মাসুম কামাল তার পোস্টে লিখেছেন, "আমার ঠিক থাকা না-থাকার প্রশ্ন উঠছে কারণ- ফেসবুকের একটা গুজব। যেখানে বলা হয়েছে মধ্যরাতে নাকি আমাকে গ্রেপ্তার করা হয়েছে! গুজবটার কিছু বাস্তব সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না।" তিনি আরও উল্লেখ করেন যে, "কথা বলার অপরাধে (?) সাংবাদিক পান্না কিংবা অধ্যাপক কাজিনকে তো এখনও জেলে থাকতে হচ্ছে!" চলমান গুজবের প্রেক্ষিতে মাসুম কামাল বলেন, "তারপরও এ ধরনের গুজব বা ঘটনাকে আমি পাত্তা দিই না। অজনপ্রিয় সরকার যেমন যেকোনো সময়ই অজুহাত তৈরি করতে পারে, তেমনি কিছু লোক থাকবেই যারা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে...