ঢাকা: প্রতি বছর ১৮ সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস হিসেবে পালিত হয়, যা বহু দেশে গুরুত্ব সহকারে উদযাপন করা হয়। বাঁশ যে শুধু একটি বহুমুখী উদ্ভিদ নয়, বরং এর গুরুত্ব আরও গভীর — তা স্মরণ করিয়ে দিতেই এই দিনটি বিশ্ব বাঁশ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।দিবসটির ইতিহাস ও উৎপত্তি২০০৯ সালে ব্যাংককে অনুষ্ঠিত ৮ম বিশ্ব বাঁশ কংগ্রেসে ‘বিশ্ব বাঁশ সংস্থা’ বিশ্ব বাঁশ দিবসের সূচনা করে। হাজার হাজার বছর ধরে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় বাঁশ ব্যবহৃত হয়ে আসছে বাসস্থান নির্মাণ, কারুশিল্প, খাদ্য ও ওষুধ তৈরিতে। এর বহুমুখী ব্যবহার বহু সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িয়ে আছে।এ বছরের বাঁশ দিবসের প্রতিপাদ্য২০২৫ সালের বিশ্ব বাঁশ দিবসের প্রতিপাদ্য হলো ‘পরবর্তী প্রজন্মের বাঁশ: সমাধান, উদ্ভাবন এবং নকশা’। এই প্রতিপাদ্যে আধুনিক স্থাপত্য, টেকসই পণ্য নকশা, পরিবেশ-বান্ধব প্যাকেজিং এবং অন্যান্য...