নিজস্ব প্রতিবেদক: ঢালিউডের জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগরকে নিয়ে হঠাৎ করেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে মৃত্যুর গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যেখানে দাবি করা হয়েছে—তিনি আর নেই। দ্রুত সেই ভিডিও ছড়িয়ে পড়ায় উদ্বেগে পড়ে যান অসংখ্য ভক্ত-অনুরাগী। মিশা সওদাগর নিজেই এ বিষয়ে জানিয়েছেন—“আমি সুস্থ ও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ধরনের গুজবে আমি খুবই বিব্রত। মাত্র দুই দিন আগে আমেরিকা থেকে দেশে ফিরেছি। বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যেই এমন খবর ছড়িয়ে পড়েছে।” তিনি আরও বলেন—“সকলকে অনুরোধ করছি, এমন গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেনও না। যারা আমাকে ভালোবাসেন, তারা আমার জন্য দোয়া করুন।” এর আগেও একাধিকবার এই গুণী অভিনেতার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল। প্রতিবারই তা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। এমন খবরে তার পরিবার, ভক্ত এবং...