দেশে দেশে আন্দোলন-বিক্ষোভ করে ক্ষমতার পট বদলে দেওয়া আলোচিত জেনারেশন জেড বা জেন-জি প্রজন্মকে কিছু পরামর্শ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, জেন-জিদের তিনি ভালোই বুঝতে পারেন। কারণ তার ছেলেও এই প্রজন্মের মানুষ। এছাড়া কোনো কাজে ব্যর্থ হলেও জেন-জিদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে শ্রবান্তী বলেন, “ছেলে এবং ওর বন্ধুদের সঙ্গে মিশি তো। তাই লিঙ্গসাম্য নিয়ে ওদের সচেতনতা, ওদের ভাষা সহজেই বুঝতে পারি। আগে সামাজিক যোগাযোগমাধ্যমের এত বাড়বাড়ন্ত তো ছিল না। কত পোর্টাল তৈরি হয়েছে, যা পারে তাই লিখে দেয়। “তাই নতুনদের বলতে চাই, প্রথম কাজ ভালো না হলে পরেরটা যাতে ভালো হয়, সেদিকে মনোযোগ দিতে হবে। অন্য কোনো কিছু নিয়ে মন খারাপ যেন না করে।” ১০ বছর পর এবারের দুর্গাপূজায়...