চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ ব্যানারে এ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) হিসেবে মনোনীত হয়েছেন ইতিহাসের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম হোসেন রনি।আরো পড়ুন:উৎসবমুখর পরিবেশে চলছে রাকসু নির্বাচনের প্রচাররাকসু নির্বাচন বর্জনের বিন্দুমাত্র ইচ্ছা নেই ছাত্রদলের ভিপি প্রার্থীর রাকসু নির্বাচন বর্জনের বিন্দুমাত্র ইচ্ছা নেই ছাত্রদলের ভিপি প্রার্থীর এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা শিবিরের সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ও শাহজালাল হল সভাপতি সাজ্জাদ হোসাইন মুন্না মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম। প্যানেলের অন্যান্য...