ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) নির্বাচনের গঠনতন্ত্র আগামী ১৫ অক্টোবরের মধ্যেই চূড়ান্ত করার আশ্বাস দিয়েছে দায়িত্বপ্রাপ্ত কমিটি। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করেন ইকসুর গঠনতন্ত্র ও সংবিধি প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানূর রহমান। তবে কাজের ধীরগতির কারণে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও ক্ষোভ তৈরি হয়েছে। মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে তারা দ্রুত নির্বাচন আয়োজন ও গঠনতন্ত্র বাস্তবায়নের দাবি জানিয়েছেন। ইবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং ইবি সংস্কার আন্দোলনের পক্ষ থেকে ইকসুর গঠনতন্ত্র প্রণয়নে জোরালো দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ইকসুর গঠনতন্ত্র প্রণয়নের রোডম্যাপ নির্ধারণে সভা করেছে কমিটি। এসময় ইকসু গঠন ও নির্বাচনের গঠনতন্ত্র প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয়। ইকসু গঠন ও নির্বাচনের গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক...