অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শারদ জাগরণ উৎসব ২০২৫’। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস। এদিন সন্ধ্যা ৬টায় শুরু হবে শুভ প্রারম্ভ ও আলোচনা সভা। এরপর সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাট্যকলা বিভাগের পরিবেশনায় ‘শক্তি জাগরণী’ নাটক ও রাত ৮টায় পরিবেশিত হবে সংগীত বিভাগের ‘শক্তির গান’। সবশেষে রাত ৯টা থেকে ব্যান্ড ‘স্বরূপ’ পরিবেশন করবে ধর্মীয় গানের কনসার্ট। আয়োজক সংগঠনের নেতারা জানান, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে অনুপ্রাণিত করাই আমাদের উদ্দেশ্য। শারদীয় উৎসব উপলক্ষে এ আয়োজন হবে একতার প্রতীক। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈকত সাহা অগ্নি বলেন, শারদ জাগরণ উৎসব...