মান্না দে’র গাওয়া- যদি কাগজে লেখো নাম/কাগজ ছিঁড়ে যাবে/পাথরে লেখো নাম/পাথর ক্ষয়ে যাবে/হৃদয়ে লেখো নাম/সে নাম রয়ে যাবে—এ গানটিতে বলেছেন : হৃদয় আছে যার সেইতো ভালোবাসে/প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে..বিশেষজ্ঞদের মতে, প্রথম প্রেমের স্মৃতি রোমন্থনে প্রতিবারই এক ভালোলাগার অভিজ্ঞতা জাগে মনে। এ কারণেই কেউ ভুলতে...