প্রায় এক বছরের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন কার্যক্রম এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। গত সোমবার সরকার প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের রূপরেখা জাতির সামনে তুলে ধরেছে। শিক্ষার্থীরা এটিকে নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করছেন। ইতিমধ্যে ভর্তি আবেদন শুরু হয়েছে এবং চলতি মাসের মধ্যেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার মাধ্যমে কার্যত যাত্রা শুরু করছে নতুন এই বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) সরাসরি ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং সাত কলেজের প্রশাসক অধ্যাপক এ. কে. এম. ইলিয়াসসহ সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে শিক্ষার্থীদের অভিযোগ, সোমবারের সরকারি ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের...