সম্প্রতি বিয়ের প্রসঙ্গে নিজের মত পরিবর্তনের কথা জানিয়েছেন সেমন্তী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগে তার ইচ্ছা ছিল বিদেশি ছেলেকে বিয়ে করার। তবে এখন আর সে ইচ্ছা নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, “বিদেশি ছেলের সঙ্গে আসলে মনের মতো সংযোগ থাকে না। যতই ইংরেজিতে কথা বলি না কেন, বাংলা ভাষায় কথা বলার যে মজা, তা সেখানে পাওয়া যায় না। সব অনুভূতি ভাগ করা যায় না।” তিনি আরও জানান, আগামী বছরই বিয়ের পরিকল্পনা করছেন এবং এবার তার পছন্দ দেশি ছেলে। সেমন্তীর ভাষায়, “আমার পছন্দ দেশি ছেলে। একটা ভালো দেশি ছেলে দেখে বিয়ে করে ফেলব, আপনারা সবাই দাওয়াত খাবেন।” এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ২০২৫ বা ২০২৬ সালের মধ্যে বিয়ে করার ইচ্ছা আছে, তবে তখনও মনের...