চিত্রনায়িকা অপু বিশ্বাসের জীবনের সবচেয়ে বড় শক্তি ছিলেন তার মা শেফালী বিশ্বাস। ঠিক পাঁচ বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। সেই শূন্যতা এখনো পূর্ণ হয়নি অপুর জীবনে। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেফালী বিশ্বাস। তার কয়েক দিন আগে স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।আরো পড়ুন:প্রাক্তন স্ত্রী দেবশ্রীর সঙ্গে প্রেমের সিনেমা করতে চান প্রসেনজিৎবাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট প্রাক্তন স্ত্রী দেবশ্রীর সঙ্গে প্রেমের সিনেমা করতে চান প্রসেনজিৎ এদিকে, একই বছর (২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর) অপু বিশ্বাস মা হন। অর্থাৎ পুত্রসন্তান আব্রাম খান জয়ের...