বিশ্বব্যাপী প্রশংসিত লীসা গাজী পরিচালিত এবং আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’ এবার মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের বড় পর্দায়! সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্প ‘বাড়ির নাম শাহানা’। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিনেমাটি দেশের ৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ), সনি স্কয়ার (মিরপুর), সেন্টার পয়েন্ট (উত্তরা), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), লায়ন (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি), গ্র্যান্ড রিভার ভিউ হোটেল (রাজশাহী), মম ইন (বগুড়া)-এর এই আধুনিক সিনে থিয়েটারগুলোতে চলবে ‘বাড়ির নাম শাহানা’। এ চলচ্চিত্রের মূল চরিত্র দীপা। নব্বইয়ের দশকের রক্ষণশীল মফস্বল পরিবেশে বড় হওয়া দীপা যার কৈশোরের একটি জেদের মাশুল দিতে হয় পরিবারের চাপে ইংল্যান্ড প্রবাসী এক বিপত্নীকের সাথে ট্রাঙ্ক কলে বিয়ে বাঁধার মাধ্যমে।...