‘শাবানা আজমি’-নামটি শুনলেই চোখের সামনে ভেসে উঠে শক্তিশালী মনের অধিকারী নারীর ছবি, যিনি ভারতীয় সিনেমা ও থিয়েটারের জগতে এক আলাদা ছাপ রেখে গেছেন। ১৯৫০ সালের এই দিনে মুম্বাইয়ে জন্ম নেওয়া শাবানা আজমি তার অভিনয় জীবনের মাধ্যমে শুধু বিনোদন নয়, বরং সমাজ সচেতনতার বার্তাও পাঠিয়েছেন। ছবি: শাবানার ফেসবুক থেকে শাবানা আজমির বাবা হাজারি রউফ আজমি ছিলেন উর্দু সাহিত্যের একজন প্রখ্যাত কবি। শৈশব থেকেই সাহিত্য, থিয়েটার এবং সংস্কৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে তার। তিনি প্রিয়ভূমিতে পড়াশোনার পাশাপাশি নাট্যশিক্ষা নেন এবং শীঘ্রই থিয়েটারের মঞ্চে তার প্রতিভার পরিচয় দেন। শাবানা আজমি মূলত আর্ট সিনেমার জগতে খ্যাতি অর্জন করেছেন। তিনি সমাজের গভীর সমস্যাগুলোকে ধর্ষণ, নারী অধিকার, দারিদ্র্য, শ্রমজীবী নারীদের জীবনসহ বিভিন্ন জটিল বিষয়কে তার অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছেন। ১৯৭০-এর দশকে তিনি শুরু করেন সিনেমায়...