ঢাকা:ইংরেজি ভাষার একজন বিখ্যাত কবি, সমালোচক, প্রাবন্ধিক, অভিধান প্রণেতা এবং অষ্টাদশ শতাব্দীর লন্ডনের একজন শ্রেষ্ঠ আড্ডাবাজ হিসেবে সুপরিচিত ছিলেন ড. স্যামুয়েল জনসন। তিনি ইংরেজি ভাষার অভিধান রচনা করেন। জনসন আজীবন শেক্সপীয়রের একজন ছাত্র ছিলেন। তার রচিত ‘ড. স্যামুয়েল জনসনের জীবনী’ ইংরেজি ভাষায় শ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে বিবেচিত হয়।তিনি ১৭০৯ সালের ১৮ সেপ্টেম্বর ইংল্যাণ্ডের লিচফিল্ডে জন্মগ্রহণ করেন। তার পিতা পুস্তক বিক্রেতা মাইকেল জনসন এবং মাতা সারাহ ফোর্ড। ১৭৫৫ সালে ২৫ বছর বয়সে স্যামুয়েল ৪৬ বছর বয়ষ্ক এলিজাবেথ টেট্টি পোর্টারকে বিয়ে করেন। ড. স্যামুয়েল জনসন যে দুইটি জিনিসকে একজন শক্তিমান লেখকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতা বলে অভিহিত করেছেন তা হলো—সুপরিচিতকে নতুন আর নতুনকে সুপরিচিতে পরিণত করা। (The two most engaging powers of an author are to make new things familiar and familiar things new.)...