সাম্প্রতিক সময়ে ঢাকায় আসছেন পাকিস্তানের অনেক তারকাই। বেশ কিছু কনসার্টে অংশ নিয়েছেন আতিফ আসলাম, আবদুল হান্নান, রাহাত ফতেহ আলী খান। আরও এসেছে জাল ব্যান্ড ও কাভিশ। চলতি সপ্তাহেই আসছেন অভিনত্রেী হানিয়া আমির। এবার ঢাকায় গান করতে আমন্ত্রিত হয়েছেন জনপ্রিয় হিপহপ জুটি তালহা আনজুম ও তালহা ইউনুস। নিশ্চিত হওয়া গেছে, আগামী অক্টোবরেই তারা মাতাবেন ঢাকার মঞ্চ। এটি নিশ্চিত করেছে, আয়োজক প্রতিষ্ঠান রিশকা কানেক্ট ও ঢাকা ব্রডকাস্ট। ফেসবুকে শিল্পীদ্বয়ের ছবি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে এই কনসার্টের ঘোষণা দিয়েছে আয়োজকেরা। যদিও নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। তবে আয়োজক সূত্র বলছে, সবকিছু ঠিক থাকলে কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে বসবে গানের আসরটি। শৈশব থেকেই বন্ধু তালহা আনজুম ও তালহা ইউনুস। স্কুলজীবনে তারা একসঙ্গে গড়ে তোলেন ‘ইয়াং স্টানার্স’ নামের ব্যান্ড। তাদের...