ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের ক্যাফেটেরিয়ায় খাবারের মান ও কর্মচারীদের হাফপ্যান্ট পরে কাজ করাসহ নানা অব্যবস্থাপনার অভিযোগে নবনির্বাচিত হল সংসদ ভিপি আজিজুল হকের তোপের মুখে পড়েছেন ক্যাফেটেরিয়া ম্যানেজার। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাফপ্যান্ট পরে কাজ করা যাবে না। এছাড়া খাবারের মান খারাপ হওয়ায় ক্যাফেটেরিয়া ম্যানেজারকে জরিমানা করার খবরও সামাজিক যোগাযোগমাধ্যম চাউড় হয়েছে। সাম্প্রতি এ বিষয়ে একটি টকশোতে অংশ নিয়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের পরাজিত জিএস প্রার্থী তানভীর বারী হামিম। আরও পড়ুনআরও পড়ুনমোনামির সঙ্গে টিএসসিতে সেদিন কী ঘটেছিল, যা বললেন হামিম তানভীর বারী হামিম বলেন, আমরা যদি বিষয়টি পলিটিক্যাল সেন্সে দেখি অনেককে দেখেন হাফপ্যান্ট কেন পড়তে মানা করেছে, সেটা নিয়ে অনেকেই কিন্ত প্রতিবাদ জানিয়েছে। কিন্ত আমার মনে হয় যে একজন শিক্ষার্থী হিসেবে, একজন ছাত্র...