১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা ও ব্যালেট নম্বর প্রকাশের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণ ভরে উঠেছে রঙিন প্রচারণায়। মূল ফটক থেকে বাদামতলা, ট্রান্সপোর্ট চত্বর, একাডেমিক ভবনের করিডর যেদিকে তাকানো যায় কেবলই লিফলেট এর সমারোহ। হাতে হাতে লিফলেট বিলানো, মুখে মুখে স্লোগান সব মিলে যেন হুবহু জাতীয় নির্বাচনের দৃশ্য। এক শিক্ষার্থী লিফলেট হাতে নিয়ে বন্ধুকে হেসে বলল, 'মামা, দেখ, লিফলেটটা দারুণ বানাইছে।' সঙ্গে সঙ্গে খুনসুটি করে উত্তর এল, 'তুই ভোট দিবি তো?' আরেকজন মজা করে যোগ করল, 'দিব না মানে? বড় ভাইয়ের ব্যালেট নাম্বার ভুলে গেলে চলবে?' চায়ের দোকান এখন যেন নির্বাচনী আড্ডার সদর দপ্তর। ধোঁয়া ওঠা চায়ের কাপে ভেসে বেড়াচ্ছে ব্যালেট নম্বরের গল্প। লিফটের ভেতরেও চলছে তর্ক-বিতর্ক। কোথাও আবার বসেছে গানের আসর। গিটার হাতে শিক্ষার্থীরা গাইছে পরিবর্তনের গান, চারপাশে প্রার্থীর...