চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ডিজিটাল মার্কেটিং প্রতিযোগিতা- ‘ডিজিট্যাক্ট ২০২৫’। সিআইইউ বিজনেস স্কুলের ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাবের আয়োজিত এ প্রতিযোগিতা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, এ আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আগত অংশগ্রহণকারীরা আধুনিক ডিজিটাল মার্কেটিং কৌশল, ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ইনোভেটিভ কনটেন্ট ডেভেলপমেন্টে নিজেদের দক্ষতা প্রদর্শন করবেন। আগামী বৃহস্পতিবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে চট্টগ্রামের দ্য পেনিনসুলা হোটেলে। এই আয়োজনের স্পন্সর হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), ডিজিটাল পার্টনার হিসেবে থাকছে প্রথম আলো ডিজিটাল। মিডিয়া পার্টনার...