৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা ও ময়মনসিংহের পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের নির্বিঘ্নে পৌঁছে দিতে এ বিশেষ যাতায়াত সুবিধার ব্যবস্থা করা হয়েছে। শাখা ছাত্রদল সূত্রে জানা যায়, ক্যাম্পাস থেকে দুটি বাস ছাড়বে—একটি ঢাকা রুটে এবং অন্যটি ময়মনসিংহ রুটে। প্রতিটি বাসে ৫০ জন করে মোট ১০০ জন শিক্ষার্থী এ সেবার আওতায় যাতায়াত করতে পারবেন। এজন্য শিক্ষার্থীদের অবশ্যই আগাম রেজিস্ট্রেশন করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ এ সার্ভিস নিতে পারবে না। বুধবার রাতে শাখা ছাত্রদলের কর্মী নাফিস ইকবাল পিয়াল বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে এ তথ্য জানিয়ে পোস্ট দেন। পাশাপাশি শাখা সভাপতি সাগর নাইম ও সাধারণ সম্পাদক...