বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারতের নীতিনির্ধারক ও বিশ্লেষকদের মধ্যে নানামুখী আলোচনা চলছে। সম্প্রতি দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার (আইআইসি)-এর এক আলোচনা সভায় ভারতের সাবেক শীর্ষস্থানীয় আমলা ও বিশ্লেষকরা তাদের ভাবনা তুলে ধরেছেন। সেখানে উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, ভারতের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ এবং নতুন সরকারের সঙ্গে সম্পর্কের নানা দিক। প্রসার ভারতী বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জহর সরকার বিশ্বাস বলেন, ‘হঠাৎ (পালাবদল) হয়ে যাওয়ায় (দিল্লির) একটা শকের মতো হয়ে গিয়েছিল- এখন মেনে নিতে হবে যে, বাংলাদেশের ভোটাররা যাকেই তাদের শাসক হিসেবে চিহ্নিত করবে তাদের আমাদের মানতে হবে।’ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে মেনে নেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের এখনকার পরিস্থিতি আমাদের মানতে হবে, বুঝতে হবে। বোঝার থেকেও বেশি কথা হলো মানতে হবে।’ তার মতে, ভারত সরকারের...