ঢাকা:মেনকা ঠাকুর (বিবাহের পূর্বে মেনকা মুখোপাধ্যায়) (১৯১৭ – ১৮ সেপ্টেম্বর ১৯৯২) ছিলেন একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষিকা। রবীন্দ্রসঙ্গীত জগতে তিনি ‘মিন্টুদি’ নামে পরিচিত ছিলেন।মেনকা মুখোপাধ্যায়ের জন্ম ব্রিটিশ ভারতের কলকাতায়। পিতা নির্মলচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা উমা দেবী। অবনীন্দ্রনাথ ঠাকুর ও সুহাসিনী দেবীর জ্যেষ্ঠা কন্যা উমারাণীর বিবাহ হয়েছিল দ্বারকানাথ ঠাকুরের ভাগ্নের বংশধর নির্মলচন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেজদা ক্ষিতীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র পুত্র ক্ষেমেন্দ্রনাথের সঙ্গে মেনকার বিবাহ হয়েছিল। তাই মেনকা ঠাকুর ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের দৌহিত্রী এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্র ক্ষেমেন্দ্রনাথ ঠাকুরের পত্নী। নির্মলচন্দ্র ছিলেন সঙ্গীতরসিক। ফলে মেনকা নয় বছর বয়স থেকেই গানের তামিল নিতে শুরু করেন। গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় ও ওস্তাদ বচ্চন মিশ্রের কাছে গান শেখার পরে বেনারসে একদিন মেনকার গান শোনেন দিনেন্দ্রনাথ। মেনকার গান শুনে মুগ্ধ দিনেন্দ্রনাথ তাঁকে গান শেখাতে...