নন-আইটি ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য সুখবর—ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) আবারও আইটি স্কলারশিপ দিচ্ছে। এ প্রোগ্রামের ৭০তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হয়েছে। এই প্রোগ্রামে নির্বাচিতরা সম্পূর্ণ বিনা মূল্যে সাড়ে আট মাস মেয়াদি আইটি প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণের আর্থিক মূল্য প্রায় দুই লাখ টাকা। সফলভাবে কোর্স শেষ করলে শিক্ষার্থীরা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান। কোর্স সম্পন্নকারীদের মধ্যে ইতিমধ্যে ৯২ শতাংশ কর্মক্ষেত্রে সফলভাবে প্রতিষ্ঠিত। আইডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (জেদ্দা, সৌদি আরব) এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। ১৯ বছর ধরে এই প্রকল্প পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত ১৭ হাজার ২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি হয়েছে, যারা বর্তমানে বিশ্বের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন। লিখিত ও মৌখিক ভর্তি পরীক্ষা ঢাকা ও চট্টগ্রামে নেওয়া হবে। লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে...