ড. মুহাম্মদ ইউনূস। একটি নাম যার সাথে জড়িয়ে আছে বাংলাদেশের সম্মান, নোবেল পুরস্কারপ্রাপ্তির গৌরব, এবং সারাবিশ্বে শান্তি ও উন্নয়নের প্রতীক হিসেবে পরিচিতি। তিনি শুধু একজন অর্থনীতিবিদ বা সমাজকর্মী নন, তিনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে নতুন এক ইতিহাস গড়ছেন। ৮০ বছরের বেশি বয়স হলেও তিনি যেন এক অবিরাম শক্তির উৎস। প্রতিদিন নতুন করে চিন্তা করছেন, পরিকল্পনা করছেন, ছুটে চলেছেন তরুণদের মতো। শুধু একটি লক্ষ্য সামনে রেখে—“একটি দুর্নীতিমুক্ত, সুশাসনসম্পন্ন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা।” ড. মুহাম্মদ ইউনূস যখন প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন, তখন দেশ ছিল এক কঠিন রাজনৈতিক সংকটে। জনমনে ছিল ভয়, হতাশা ও অনিশ্চয়তা। তিনি দায়িত্ব নেওয়ার পরপরই জাতির উদ্দেশে ভাষণ দেন। তার এই আহ্বান জনমনে নতুন আশা জাগায়। শুধু রাজধানীতে নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও মানুষের মধ্যে ফিরে আসে আস্থা...