আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘চীন-বাংলাদেশ নাট্য উৎসব’ আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই উৎসবটি স্থগিত বলে ঘোষণা করেছে শিল্পকলা একাডেমি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘‘অনিবার্য কারণবশতঃ আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চীন দূতাবাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিতব্য ‘চীন-বাংলাদেশ নাট্য উৎসব’টি স্থগিত করা হয়েছে।’’ সবশেষে বলা হয়, পরবর্তীতে এই উৎসবের সময়সূচি আবারও জানানো হবে। এর আগে, বুধবার (১৭ পেস্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একদিনের এই নাট্য উৎসব সম্পর্কে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছিল, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য সংরক্ষিত থাকবে। আরও জানানো হয়েছিল,...