ঢাকা: পাকিস্তান ও সৌদি আরব একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে, যার আওতায় কোনো এক দেশের ওপর হামলাকে উভয় দেশের ওপরই আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে। চুক্তিটি সই হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সৌদি সফরকালে রিয়াদে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকের পর।এই চুক্তির বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানায়, "সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর আমরা দেখেছি। এটি দুই দেশের দীর্ঘদিনের একটি অনানুষ্ঠানিক সমঝোতার আনুষ্ঠানিক রূপ।”ভারত আরও জানিয়েছে, এই চুক্তি জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা তারা খতিয়ে দেখবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, “জাতীয় স্বার্থ রক্ষা ও সর্বস্তরে সমন্বিত জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই ভারত সরকারের অঙ্গীকার।”এর আগে...