নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে পরিকল্পিতভাবে "চাঁদাবাজ দলের" ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ তুলে দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুমিন ফারহানা বলেছেন, বিএনপি বরাবরই চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে, অথচ অপপ্রচারের টার্গেট এখন কেবল বিএনপি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রুমিন বলেন,“আমরা ৫৩ বছর ধরে দেশে ‘অস্বীকারের সংস্কৃতি’ দেখে এসেছি। কিন্তু বিএনপি সে পথে হাঁটে না। আমরা স্বীকার করি—চাঁদাবাজি ছিল, তাই ৪৫০০-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।” তিনি আরও বলেন,“আমি তো বিএনপির একজন দায়িত্বশীল কর্মী—চাঁদাবাজির বিষয়টি আমি নিজেই অন-এয়ারে বলেছি। আমাদের যেসব নেতাকর্মী চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত হয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ জামায়াতে ইসলামীতেও যোগ দিয়েছেন—এমন ঘটনাও সংবাদমাধ্যমে এসেছে।” রুমিন দাবি করেন,“জামায়াতে ইসলামও ৬৫০-এর বেশি নেতাকর্মী বহিষ্কার করেছে। কিন্তু তারা কখনো বলেনি যে, এসব বহিষ্কারের...