ভারতের সমান্তরাল চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী নাম শাবানা আজমি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি সমাজকল্যাণমূলক কাজে অগ্রণী। যারা গ্ল্যামারাস নায়িকা, তাদের বরাবরই স্বপ্ন থাকে মেগা বাণিজ্যিক সিনেমার নায়িকা হওয়ার। কিন্তু শাবানা আজমির ভরপুর গ্ল্যামার থাকা সত্ত্বেও নিজেকে নিয়ে গেছেন এমন এক অনন্য উচ্চতায়, সে কাজগুলো মেগা বাণিজ্যিক না হতে পারে, কিন্তু তিনি তার কাজের মধ্য দিয়েই আলোচনায় থাকবেন মৃত্যুর পরও যুগ যুগ। যেসব গ্ল্যামারাস নায়িকা জীবদ্দশাতেই এক সময় আলোচনার বাইরে চলে যান সেখানে শাবানা আজমি জীবদ্দশাতেই ঠাঁই পেয়ে গেছেন কিংবদন্তির তালিকাতে। এ কারণে বলিউডে এত সুন্দরীর ভিড়েও এই অনিন্দ্য সুন্দর মুখশ্রীর শাবানা আজ বরাবরই নিজস্ব দীপ্তিতে উজ্জ্বল। ‘আর্থ’ ছবির পূজা ইন্দর কিংবা ‘পার’-এর রামা, কোনো চরিত্রেই শাবানা আজমির বিকল্প কাউকে ভাবা যায় না। বাণিজ্যিক ও শিল্প- দুই ধারার ছবিতেই তিনি সফল। নন্দিত...