নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের পেনশন-সংক্রান্ত জটিলতা দূর ও সুবিধা বাড়াতে নতুন একাধিক প্রস্তাবনা গৃহীত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে, অবসরের পর পেনশন পুনঃস্থাপন, পারিবারিক পেনশন, চিকিৎসা সহায়তা ও প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। বর্তমান নিয়মে, শতভাগ পেনশন সমর্পণ করা অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনঃস্থাপনে ১৫ বছর অপেক্ষা করতে হয়। তবে অল্প বয়সে মৃত্যুর কারণে অনেকেই এই সুবিধা পান না, ফলে তাদের পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় সেসব পরিবারকে পারিবারিক পেনশন মঞ্জুর করার সম্ভাবনা যাচাই করবে অর্থ বিভাগ। বুধবার (১৭ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী পেনশনভোগীদের নানা সমস্যা তুলে ধরেন। ১. পেনশন পুনঃস্থাপন সময়সীমা ১৫ বছর থেকে...