প্রতিটি শিল্পীর জন্মদিন শুধু ব্যক্তিগত আনন্দের দিন নয়; এটি সেই শিল্পীর কীর্তি, প্রতিভা এবং দর্শক/শ্রোতাদের সঙ্গে সংযোগের মুহূর্তকে স্মরণ করার দিন। বাংলাদেশের আধুনিক সঙ্গীত জগতে এস ডি রুবেলের নাম এক বিশেষ স্থান ধরে রেখেছে। আজকের দিনে জন্ম নেওয়া এই প্রতিভাবান শিল্পী তার গান, সুর ও আবেগময় কণ্ঠের মাধ্যমে দর্শক-শ্রোতাদের হৃদয় স্পর্শ করেছেন। ছবি: শিল্পীর ফেসবুক থেকে ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি রুবেলের ছিল গভীর অনুরাগ। পরিবারের সহযোগিতা এবং নিজের কঠোর অধ্যাবসায় তাকে দেশের সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত করেছে। তিনি শুধু গেয়েছেন, তার কণ্ঠ দিয়ে প্রতিটি গানকে জীবন্ত করে তুলেছেন। রুবেলের খ্যাতি মূলত তার আবেগপূর্ণ গানের কারণে। তার কিছু উল্লেখযোগ্য গান হলো- ‘তুমি আমার’, ‘স্বপ্নের পথে’ ও ‘একটা গান তোমার জন্য’। Rubel's fame is mainly due to his emotional songs. Some of his...