লালন ফকিরের গানের শিল্পীর সংখ্যা এ দেশে নেহায়েত কম না হলেও, এই গানকে দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে পৌঁছে দিয়েছিলেন কেবল ফরিদা পারভীন। এই ধারার সংগীতে কেন আর কেউ ফরিদা পারভীনের মত আলোয় আসেননি, সে প্রশ্নের ব্যাখ্যায় পরিচালক তানভীর মোকাম্মেল বলেছেন, তিনি মনে করেন মূল ধারার আর কোনো শিল্পীই ফরিদা পারভীনের মত ‘দরদ’ দিয়ে লালনের গান করেননি, তাই তিনি ছিলেন ‘অনন্য’। তিনি গ্লিটজকে বলেন, “বাংলায় বাউলেরা ছাড়াও অনেক মধ্যবিত্ত শিল্পী লালনের গান গেয়েছেন। কিন্তু কেউই ফরিদা পারভীনের মত এমন গীতিময়তার সঙ্গে, এমন সুরেলা দরদের সঙ্গে লালনের গান পরিবেশন করতে পারেননি। সে কারণে লালনের গানের জগতে ফরিদা পারভীনের একটা আলাদা আবেদন সব সময়ই রয়ে যাবে।” লালনের জীবন ও সংগীতের ওপর ১৯৯৬ সালে তানভীর মোকাম্মেল বানিয়েছিলেন প্রামাণ্যচিত্র ‘অচিন পাখী’। ওই প্রামাণ্যচিত্রের ফরিদা...