নিজস্ব প্রতিবেদক: পিনাকী ভট্টাচার্য বলেছেন, ২০১৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বসা) নেতৃত্বে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাকসাস) গঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন নাহিদ, আসিফ ও মাহফুজ। তিনি এই তিন ছাত্রনেতার অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্তিকে প্রশংসা করেন। তবে বর্তমানে ওই ছাত্রনেতারা নির্বাচনে পরাজিত এবং তাদের নেতৃত্ব জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। এই কারণে সরকারের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে। আসিফ নজরুল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ছিলেন। এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পুরনো পোস্টে উল্লেখ করেন, ক্ষমতা থাকলে বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানদের বিদেশে চিকিৎসা নিতে যাওয়া বন্ধ করবেন। এছাড়াও, ক্ষমতাধারী ও তাদের সন্তানদের সরকারী সুবিধা থেকে বিরত রাখার কথা উল্লেখ করেন। সম্প্রতি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিদেশ যাত্রা এবং...