নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট ইসলামিক বক্তা ড. মোখতার আহমদ সম্প্রতি এক বক্তৃতায় ‘কাপল ব্লগিং’কে নির্লজ্জতার চরম সীমা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, যারা পুরুষরা তাদের নারীদের চেহারা বা দেহ প্রকাশ করে অর্থ উপার্জন করছেন, তারা মূলত তাদের নারীদের বিক্রি করছেন। যদিও সরাসরি শরীর বিক্রি করা না হলেও, নারীদের সৌন্দর্য ও চেহারা ব্যবহার করে আয় করা এক ধরনের ‘যেনা’ বা নিষিদ্ধ কাজ। ড. মোখতার আরও বলেন, এসব পুরুষ তাদের স্ত্রীদেরকে অন্যদের বিনোদনের জন্য যেনার উপকরণ হিসেবে ব্যবহার করছেন, যা একজন ব্যক্তিত্বসম্পন্ন পুরুষের জন্য অযোগ্য কাজ। তিনি স্পষ্টত বলেন, ব্যক্তিত্বহীন পুরুষরাই এই ধরনের অনৈতিক কাজে লিপ্ত হন। এমন পুরুষদের ‘নপুংসক’ আখ্যায়িত করে ড. মোখতার বলেন, তাদের বিয়ে করাই জায়েজ নয়। কারণ, যদি একজন পুরুষ তার স্ত্রীর পূর্ণ ভরণপোষণ দিতে না পারে, তবে তার...