১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ এএম জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন শনিবার (১ে৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিণত হয়েছিল এক রহস্যময় জাদুর মঞ্চ। জাদুশিল্পী ঐক্য কল্যাণ সংস্থা আয়োজিত “জাদু সন্ধ্যা২০২৫” অনুষ্ঠানে নন্দিত জাদুশিল্পী শাহীন শাহ দর্শকদের সামনে এমন এক অবিশ্বাস্য মুহূর্ত তৈরি করলেন, যা প্রত্যেকের চোখের সামনে ঘটে গিয়েও বিশ্বাস করতে কষ্ট হলো। মঞ্চেরমাঝখানে একটি সাধারণ টেবিল—শুধু নামেই সাধারণ। শাহীন শাহ-এর হাত ধরে টেবিলটি মুহূর্তের মধ্যে ভেসে উঠল, ঘুরল, এবং যেন নিজের ইচ্ছামতো বাতাসে নাচতে শুরু করল। দর্শকরা বিস্ময়ে মুখ চেপে ধরলেও, শিহরণ থামেনি। কিন্তু সবচেয়ে চমকপ্রদ দৃশ্যটি ঘটে গেল তখন, যখন নজরুল সংগীতে কিংবদন্তি ফাতেমা তুজ জোহরা টেবিলের ঠিক পাশেই দাঁড়িয়ে চোখ কপালে চেপে বিস্ময়ে তাকিয়ে রইলেন। “এটা কি সত্যিই সম্ভব?”—মনে হয় তার চোখে...