নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ সেপ্টেম্বর দুর্গাপূজার সময় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ভারতীয় রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘রক্তবীজ ২’, পরিচালনায় রয়েছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। মুক্তির আগেই সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে, যা ঘিরে ইতিমধ্যেই আলোচনার ঝড় বইছে—বিশেষ করে এতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র তুলে ধরা হওয়ায়। টিজারে যিনি শেখ হাসিনার অনুরূপ চরিত্রে হাজির হয়েছেন, তিনি ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস। এই সিনেমায় তাঁকে বাংলাদেশি প্রধানমন্ত্রীসুলভ চরিত্রে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং রাজনীতিকদের মধ্যেও প্রশ্ন তুলেছে। টিজারে সীমার সংলাপ, পোশাক ও ভঙ্গিমা দেখে অনেকে ধরেই নিয়েছেন, এটি সরাসরি শেখ হাসিনাকে ইঙ্গিত করে নির্মিত। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ‘রক্তবীজ ২’ মূলত ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনকে ঘিরে তৈরি একটি গল্প। সিনেমাটির...