ভারতের হিন্দি সিনেমার অনেক তারকা অভিনয় শিল্পীই চড়া পারিশ্রমিক হাঁকানোর পাশাপাশি আলাদা ভ্যানিটি ভ্যান, বা শুটিং সেটে জিম এবং লাইভ কিচেনের ব্যবস্থা চাইছেন। এতে করে প্রযোজকদের ওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। এবার এ ধরনের চর্চার তীব্র সমালোচনা করেছেন অভিনেতা আমির খান। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, গেম চেঞ্জার্স ইউটিউব চ্যানেলে কোমল নাহতাকে দেওয়া সাক্ষাৎকারে আমির খান বলেন, “তারকাদের সম্মান দেওয়া উচিত; কিন্তু সেটা এমন পর্যায়ে যাওয়া উচিত নয় যে প্রযোজকেরাই বিপদে পড়ে যান।” কিছু উদাহরণ টানতে গিয়ে আমির ফিরেছেন ৩৭ বছর আগে, যখন ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। আমির বলেছেন, তখন তারকা অভিনেতাদের গাড়িচালক ও সহকারীদের বেতন বহন করতেন প্রযোজক। তিনি বলেনন, “চালক আমার গাড়ি চালাবেন, অথচ তার বেতন প্রযোজক দেবেন, তা হয় নাকি! প্রযোজক যদি আমার স্টাফদের খরচ দেন, তাহলে কি...