দুটি পাতা একটি কুঁড়ি’র সুগভীর সৌন্দর্যই চা বাগান। এখানে রয়েছে নানান বৈচিত্র্য ছড়ানো নয়নাভিরাম দৃশ্যের হাতছানি।তবে এই সৌন্দর্য আরও বেশি ফুটে ওঠে বিরামহীন বৃষ্টির পরশে। কয়েকদিন ধরেই চলছে বৃষ্টিপাতের প্রকোপ। ধারাবাহিকভাবে আবার কখনো বা থেমে থেমে চলছে মেঘবৃষ্টির এই খেলা।শ্রীমঙ্গলে অবস্থিত মৌলভীবাজার জেলার একমাত্র ‘আবহাওয়া পর্যবেক্ষণার’র আবহাওয়া সহকারী দীলিপ বাংলানিউজকে বলেন, গত ১১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৭৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এই বৃষ্টিধারা চা গাছের প্রতিটি পাতা ছুঁয়ে টিলার ঢালু অংশ গড়িয়ে অবশেষে আশ্রয় নিয়েছে লেকের বুকে। বৃষ্টিতে ভরে ওঠা চা বাগানের লেকের এই সৌন্দর্য চোখ জুড়ানো। চা বাগানের টিলা, পাহাড় আর লেক-কে প্রতি মুহূর্তই ভরিয়ে রাখে বৃষ্টিধারার প্রতিটি পরশ। এ যেন চিরসুন্দর অদেখা দৃশ্যের আকর্ষণ! যতই মুগ্ধতা নিয়ে বলা যায় ততই যেন কম হবে!উঁচু...