ধর্ষণের অভিযোগে ভারতের জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়াল অভিনেতা আশিস কাপুরকে গ্রেপ্তার করেন পুনে পুলিশ। পরে এ অভিযোগ থেকে জামিন পেয়েছেন এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যমআনন্দ বাজারেরএক প্রতিবেদনে ওঠে আসে এ তথ্য।জামিনের পর প্রথমবার নীরবতা ভাঙলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আশিস বলেন, ‘সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে বলছি আমি আপাতত স্বস্তিতে আছি। আমি কৃতজ্ঞ এই কঠিন অভিজ্ঞতা আমার দেশের গণতন্ত্র ও সংবিধানের ক্ষমতার প্রতি আস্থা দৃঢ় করেছে। দেশের বিচারব্যবস্থার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল এবং এখন সেটা আরও বেড়েছে।’তিনি বলেন, আমি বিশ্বাস করি যে, এই ঘটনা আরও একবার প্রমাণ করল যে, সত্যেরই জয় হয়। আসল ঘটনা সব সময়েই দিনের আলো দেখতে পায়।আশিস বলেন, এই কঠিন সময়ে যারা আমার সঙ্গে ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞ। এই দেশের আইনব্যবস্থাকেও ধন্যবাদ...