হাতে ধরা একখানা কাগজ। প্রথমে মনে হয় টাকার নোট কিংবা জমির দলিল। আরেকটু খেয়াল করলে দেখা যায় নির্বাচনী লিফলেট! কারও কাছে ডাকটিকিটের মতো ছোট্ট কাগজ, কারও কাছে পুলিশের পোশাকে বানানো ভিডিও বার্তা। আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে প্রার্থীদের এমন অভিনব প্রচারণা শিক্ষার্থীদের ব্যাপক আকৃষ্ট করছে। প্রচলিত মাইকিং, ব্যানার বা পোস্টারের বাইরে গিয়ে প্রার্থীরা বেছে নিয়েছেন নতুন এই কৌশল। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে দেখা যায় অভিনব এই প্রচারণা। সরেজমিনে দেখা গেছে, প্রচারণা শুরুর দিন থেকেই সকাল-বিকেল হলগুলোতে হাতে হাতে লিফলেট পৌঁছে দিচ্ছেন প্রার্থীরা। শুধু লিফলেট নয়, নিজেদের যোগ্য প্রমাণ করতে দিচ্ছেন ভিডিও বার্তাও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়ানো হচ্ছে নানা পোস্টার ও ভিডিও। ফলে ক্যাম্পাসে তৈরি হয়েছে অন্যরকম নির্বাচনমুখর পরিবেশ।...