নব্বই দশকের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মোহিনী দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে রয়েছেন। অভিনেত্রী দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অনেক বড় বড় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এ তালিকায় রয়েছেন শিবাজি গণেশন, নন্দমুরি বালকৃষ্ণ, চিরঞ্জীবী, মোহনলাল, মামুত্তি, শিবরাজ কুমার, বিজয় কান্ত, বিষ্ণু বর্ধন, বিক্রম, রবিচন্দ্রন, সুরেশ বাবু প্রমুখ। মোহিনী অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘চিন্না মরুমাগাল’, ‘আদিত্য ৩৬৯’, ‘হিটলার’, ‘ইনাথে চিন্তা বিষয়ম’, ‘ওরু মরাভাথুর কানাভু’, ‘থায়াগম’ ও ‘নিশব্দা’। সবশেষ ২০১১ সালে মালায়ালাম রাজনৈতিক অ্যাকশন থ্রিলার ‘কালেক্টর’ সিনেমায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সম্প্রতি দীর্ঘ ক্যারিয়ারের এক তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। ১৯৯৪ সালের ‘কানমানি’ সিনেমায় তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল বলে জানিয়েছেন এ অভিনেত্রী। আভল বিকাটানকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহিনী ক্যারিয়ারসেরা সময়ে একটি কালো...