রাজধানীর ঐতিহ্যবাহী সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের তৃতীয় শ্রেণিতে বাংলা ও ইংরেজি মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির অধ্যক্ষের সই করা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্যমতে, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন শুরু হবে, যা চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্কুল থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। আবেদনকারীর অভিভাবক নির্ধারিত বুথ থেকে ফরম (বাংলা বা ইংরেজি মাধ্যম) সংগ্রহ করতে পারবেন। একজন প্রার্থী শুধু একটি ফরম সংগ্রহ করতে পারবেন। অভিভাবককে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করার প্রমাণ (ইলেকট্রনিক নয়) উপস্থাপন করতে হবে (নম্বরপত্রের রিপোর্ট কার্ড বা ফি প্রদানের অর্থ রসিদ)। জাতীয় পাঠ্যক্রমে পড়া প্রার্থীদের ক্ষেত্রে: ২০২৫ সালে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করেছে, যাদের বয়স ১ জানুয়ারি ২০২৬ তারিখে ৮ বছর (৭.৫ থেকে ৮.৫...