রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ে ২০২৬ সালের জন্য প্রথম শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৪, ১৫, ১৬, ১৮, ১৯, ২০, ২১ ও ২২ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে বিদ্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। গত ১০ সেপ্টেম্বর হলিক্রস বালিকা বিদ্যালয়ের প্রথম শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্যমতে, লটারির মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থী বাছাই করা হবে। প্রথম শ্রেণিতে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের বাবা অথবা মাকে স্কুলে সশরীরে গিয়ে ফরম সংগ্রহ করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির আবেদন ফরমের মূল্য ৩০০ টাকা, যা ফেরত দেওয়া হবে না। সঠিক পরিমাণ টাকা সঙ্গে আনতে হবে, কোন ভাংতি দেওয়া যাবে না। শিক্ষার্থীর বয়স: প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদনপত্রের সঙ্গে জন্মনিবন্ধন সনদের ‘ডিজিটাল রঙিন কপি’ জমা...