বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়দের দেওয়া তথ্যমতে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে বিজিবি, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।কর্মচারী দিয়ে ক্লাস-পরীক্ষা পরিচালনার অভিযোগসহপাঠীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, আহত সবাইকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি আছেন তারা।এদিকে, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যলয়ের দূরপাল্লার সকল ট্যুর স্থগিত করেছেন। এ ছাড়াও আরেক বিজ্ঞপ্তিতে ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছেন।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত বলেন, এ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার মর্মাহত। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি...