মৃত্যু কখনো কখনো জীবনের চেয়েও বড় গল্প বলে যায়। পনেরো শতকের মগহর-এ ঠিক তাই ঘটেছিল। কিংবদন্তি বলে, সন্ত কবীরের নশ্বর দেহকে ঘিরে সেদিন মুখোমুখি দাঁড়িয়েছিল দুই সম্প্রদায়- হিন্দু ও মুসলমান। একদল চায় দাহ করতে, অন্যদল চায় কবর দিতে। বিশ্বাস আর অধিকারের সংঘাত যখন তুঙ্গে, তখন এক শিষ্য এসে তার দেহের ওপর থেকে চাদরটি সরিয়ে দেন। কিন্তু সেখানে কোনো মরদেহ ছিল না, ছিল শুধু একরাশ তাজা ফুল। অবশেষে সেই ফুল ভাগাভাগি করে নিয়েছিল দুই পক্ষ, নিজ নিজ সংস্কারে সম্পন্ন হয়েছিল শেষকৃত্য। এই কাহিনি ঐতিহাসিক সত্যের নিরিখে যাচাইযোগ্য না হলেও, এর প্রতীকী তাৎপর্য অপরিসীম। কবীর, যিনি আজীবন কোনো একক ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবতার কথা বলে গেছেন, তার শেষযাত্রাও যেন সেই সর্বধর্ম সমন্বয়ের এক জীবন্ত দলিল হয়ে রইল। কে ছিলেন এই কবীর?...