আল্লাহ মানবজাতিকে পৃথিবীতে প্রেরণ করেছেন শান্তি, নিরাপত্তা ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য। মানুষের জীবনে ন্যায়, সত্য ও সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করাই ইসলামের মূল লক্ষ্য। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, যুগে যুগে এমন কিছু মানুষ আবির্ভূত হয়েছে, যারা শান্তির বদলে অশান্তি, শৃঙ্খলার পরিবর্তে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা কখনো অস্ত্রের জোরে, কখনো প্রতারণা, কূটচাল বা বাকপটুতা দিয়ে মানবসমাজে ফ্যাসাদের আগুন জ¦ালিয়ে দিয়েছে। তাদের আসল চেহারা অনেক সময় সাধারণ মানুষের কাছে ধরা পড়ে না। তারা মুখে মিষ্টি কথা বলে, বাহ্যিকভাবে ধার্মিকতা বা সহানুভূতির পরিচয় দেয়, অথচ অন্তরে লুকিয়ে রাখে হিংসা, বিদ্বেষ ও ষড়যন্ত্রের বীজ। কোরআনে মজলুমদের পক্ষে এবং অত্যাচারীদের বিরুদ্ধে অসংখ্য ঘোষণা এসেছে। আল্লাহতায়ালা সুরা রাদের ২৫ নম্বর আয়াতে বলেছেন, যারা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে বেড়ায় তারা অভিশপ্ত। এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়, ফ্যাসাদ...